সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথন প্রতিযোগীতা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩; সময়: ৭:১৬ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হ্যাকাথন প্রতিযোগীতা শুরু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে জাতীয় মেধাবিকাশ অন্বেষণ হ্যাকাথন প্রতিযোগীতা-২০২৩ শুরু হয়েছে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাবের উদ্যোগে ২৪ ঘন্টা ব্যাপী এ প্রতিযোগীতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।

এ সময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজার সভাপতিত্বে ট্রাষ্টি বোর্ড সদস্য হোসনে আরা হোসেন, রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মানব হিতৈষী কর্মবীর দেশের প্রথম শিল্পযোদ্ধা অলাভজনক অনেক শিক্ষা, চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাঃ এম এম আমজাদ হোসেনের স্মরণে এ প্রতিযোগীতায় দেশের সরকারী-বেসরকারী ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি টিমের ৯০ জন মেধাবী ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করছে। এতে অংশ নেয়ারা ৪র্থ শিল্প বিল্পবের যুগে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীয় ও আঞ্চলিক সমস্যা গুলো তথ্য প্রযুক্তি দিয়ে সমাধানের আইডিয়া, টেকশই সমাধান ও প্রেজেনটেশন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউসুফ বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বিশ্ব, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। যেখানে জানার ও শেখার নাই কোনো শেষ, লক্ষ্য ও স্বপ্ন একটাই, গড়তে হবে স্মার্ট বাংলাদেশ-এই লক্ষ্য, এই স্বপ্ন যারা পূরণ করতে সক্ষম, তারা হলো আমাদের তরুণ সমাজ, যাদের হাতেই ন্যস্ত বাংলাদেশের ভবিষ্যৎ।

হ্যাকাথনের বিচারকার্য পরিচালনায় দেশের স্বনামধন্য শিক্ষাবিদ ও ইন্ডাষ্ট্রি ব্যক্তিদের সমন্বয়ে থাকছে ১০ জনের বিচারক প্যানেল। এতে বিজয়ীদের জন্য থাকছে ১ লাখ টাকা উপহার। ইভেন্ট স্পন্সর করছে খাজা ইউনুস আলী ফাউন্ডেশন, ড্রাগ ইন্টারন্যাশনাল, আমজাদ টি ও এটিআই লিমিটেড। এছাড়া মিডিয়া পাটর্নার হিসেবে রয়েছে একুশে টেলিভিশন সহ ২টি পত্রিকা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে