পোরশায় ৫০তম ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
পোরশায় ৫০তম ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, ইউএনও সালমা আক্তার ও ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার কনক কান্তি রায়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহ্ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে