এনায়েতপুরে যমুনায় গোসল করতে গিয়ে গৃহবধূ নিখোঁজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩; সময়: ৬:৪০ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামে যমুনায় গোসল করতে গিয়ে বৃদ্ধা লাইলী খাতুন (৬০) নিখোঁজ হয়েছে। তিনি গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী।
তার ছেলে মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ নদীতে গোসল করতে নামেন লাইনে খাতুন। সবার অবচারে তিনি তলিয়ে যান। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
স্থানীয়রা ধারণা করছে সলিল সমাধি হয়েছে। এদিকে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে বলে থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।