নাটোর-৪ উপনির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩; সময়: ১০:১৮ অপরাহ্ণ |
নাটোর-৪ উপনির্বাচনে নৌকার প্রার্থী সিদ্দিকুর

পদ্মাটাইমস ডেস্ক : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোয়ন বোর্ডের সভায় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শেষ দিন পর্যন্ত মোট ১৭ জন নেতা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যার মধ্যে গুরুদাসপুর উপজেলার ৭ জন, বড়াইগ্রাম উপজেলার ৯ জন এবং নাটোর সদর উপজেলার ১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।

দলীয় মনোনয়ন চান সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক আইন বিষয়ক উপ-কমিটির সদস্য সুব্রত কুমার কুণ্ড, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফ ইসলাম, সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল পারভেজ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল কাদের, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম শাহজাহান কবীর, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতিকুল ইসলাম এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য রতন কুমার সাহা।

গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যান। এতে আসনটি শূন্য হয়। শূন্য হওয়া আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, এই আসনের ভোট অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৫ সেপ্টেম্বর। তবে এ নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপির কোনো প্রার্থী।

নাটোর জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৫৪৬ জন। যেখানে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ১১৬ ও নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪৩০ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে