আমরণ অনশন কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩; সময়: ৬:০২ pm |
আমরণ অনশন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, লালপুর : আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বিভিন্ন বকেয়া পাওনা আদায়ে লাগাতার আমরণ অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে (মতবিনিময়) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির নর্থ বেঙ্গল সুগার মিল শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুগার কর্পোরেশনের সাবেক সচিব আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা নর্থ বেঙ্গল সুগার মিল শাখার সাধারণ সম্পাদক শরীফ উদ দৌলা, সাবেক সভাপতি ও উপদেষ্টা আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে