রাণীনগরে উন্নয়ন মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে নওগাঁর রাণীনগরে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বিকেলে উপজেলা চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলার প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান।
ফিতা কেটে এবং ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।
এসময় খট্রেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর হোসেন, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সেন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।