আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩; সময়: ৫:১৬ অপরাহ্ণ |
আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সোমবার (১৮-সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে হাটকালুপাড়া ইউনিয়নে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো আহসান হাবিব নাইম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, ইউনিয়ন সচিব মো ওয়াহিদুল ইসলাম প্রমুখ।

পরিদর্শন শেষে কারিগরি কলেজ একটি বৃক্ষ রোপন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে