গুরুদাসপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নাজমুল হক, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা গুরুদাসপুর শেখ রাসেল স্টেডিয়ামের সামনে ভ্রাম্যমাণ দোকানগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।
এছাড়া মাদক, বাল্যবিয়ে, চাঁচকৈড় ব্রিজ ঘাটে অটো ভ্যানের যানজট, ধারাবারিষার উত্তপ্ত পরিবেশ নিরসন এবং দুর্গাপূজা উপলক্ষে এলাকায় যেন কোন প্রতিমা ভাঙচুরের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।