নিয়ামতপুরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩; সময়: ৩:৫৮ pm |
নিয়ামতপুরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নিয়ামতপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর বুধবার বেলা ৫টার দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুর উপজেলা কৃষকদলের আহবায়ক সাইফুদ্দিন মন্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম শফি।

জাতীয়তাবাদী কৃষকদল নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য সচিব নুরুন্নবী নূহর সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী।

নিয়ামতপুর উপজেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষকদলের আহবায়ক মোমিনুল ইসলাম চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কৃষকদলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান মামুনুর রশীদ মামুন, যুগ্ন আহবায়ক এসএম সহিদুজ্জামান সোহান, একেএম নমিনুল হক, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতন, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক সফিউল্লাহ সোনার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বর, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহাবয়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, কাইউম মন্ডল, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সাইফুদ্দিন মন্ডলকে সভাপতি, নূরুন্নবী নূহকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নিয়ামতপুর উপজেলা কৃষকদলের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিউল আলম শফি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে