শিবগঞ্জে থ্যালাসেমিয়া শিশু রোগীকে অনুদান চেক-উপবৃত্তি প্রদান
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সুমাইয়া আক্তার নামে থ্যালাসেমিয়া এক শিশু রোগীকে আর্থিক অনুদানের চেক ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশুটির হাতে ৫০ হাজার টাকার চেক ও শিক্ষা উপবৃত্তি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও ফিন্ড সুপারভাইজার শাহজালালসহ শিশুটির পিতা আজিজুল হক।
জানা যায়, ছোট থেকেই শিশুটিকে ১৫ দিন পরপর রক্ত দিতে হতো। এখন এক মাস পরপর রক্তা দিতে হয়। উপকারভোগী শিশু উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের রাণী খাতুন ও আজিজুল হক দম্পতির মেয়ে।