বড়াল নদীতে অভিযান, মাছ শিকারের উপকরণ ধ্বংস
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩; সময়: ৯:৪৯ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ার বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাছ শিকারে ব্যবহৃত ৮টি খলষুন, চড় জাল ও বানা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্থানীয়দের সহযোগীতায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন বড়াল নদীতে অভিযান চালিয়ে এসব ধ্বংস করে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার।
তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারা মতে নদীতে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ করে অবৈধ ভাবে দেশীও প্রজাতির মা মাছ সহ ডিম ধ্বংস করার দায়ে তাদের ব্যবহৃত উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।