নিয়ামতপুরে খাদ্যের নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩; সময়: ২:৩২ অপরাহ্ণ |
নিয়ামতপুরে খাদ্যের নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে খাদ্যের নিরাপদতা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে ২২ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (জনস্বাস্থ্য ও পুষ্টি) সদস্য ও প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান বদি, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক, নিয়ামতপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তোতাসহ হাজিনগর ইউনিয়নের সকল সদস্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে