মহাদেবপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ দিলেন গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে প্রীতি রানী (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন এলাকায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে উপজেলার বিশ্বনাথপুর হিন্দুপাড়ার কুটিল চন্দ্র বর্মণের মেয়ে প্রীতি রাণীর সাথে কুঞ্জবন গ্রামের মৃত বিরেন চন্দ্র বর্মণের ছেলে বিনয় চন্দ্র বর্মনের বিয়ে হয়।
বিনয় চন্দ্র বর্মনের ১০ বছর বয়সের আগের পক্ষের একটি ছেলে আছে। সেই ছেলেকে রেখে তার ১ম স্ত্রী অন্য একটি ছেলের সাথে পালিয়ে যায়। প্রীতি রানী মোবাইল ফোনে অন্য কোন ছেলের সাথে কথা বলে এমন সন্দেহে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকত।
বুধবার সকালে বাবার বাড়ি থেকে হাসিখুশি প্রীতি শ্বশুর বাড়ি এসে পরদিনই কেন আত্মহত্যা করলো এমন প্রশ্ন প্রীতির স্বজনদের। প্রীতির দীদা শুশিলা জানান, মরদেহের শরীরে, গলায় ও মাজায় আঘাতের চিহ্ন ছিল।
প্রীতির বাবা কুটিল চন্দ্র তার মেয়ের মুত্যু রহস্যজনক উল্লেখ করে বলেন, যে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে অত্নহত্যার কথা বলা হচ্ছে, ঘরের ঘাট থেকে চেয়ার টেবিল জোড়া দিয়েও তার মেয়ের সেখানে হাতা পাওয়া সম্ভব নয়।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।