কচুয়ায় বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহ স্মৃতি পাঠাগার স্থাপন কাজের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩; সময়: ২:৩৮ pm |
কচুয়ায় বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহ স্মৃতি পাঠাগার স্থাপন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহ স্মৃতি পাঠাগার স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার সায়েদাপুর গ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহ স্মৃতি পাঠাগার স্থাপন কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত অর্থ ওই পাঠাগার স্থাপন করা হবে।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার সিকদার, বীর বিক্রম শহীদ মহিবুল্লাহ’র ভাই মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে বীর বিক্রম শহীদ মুহিবুল্লাহর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে