বেনিনে গ্যাসোলিন ডিপোতে আগুন, নিহত অন্তত ৩৫

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
বেনিনে গ্যাসোলিন ডিপোতে আগুন, নিহত অন্তত ৩৫

পদ্মাটাইমস ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের দক্ষিণাঞ্চলীয় শহর সেমে-পোাজির একটি গ্যাসোলিনের ডিপোতে আগুন লেগে এক শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ ডজনেরও বেশিসংখ্যক মানুষ।

সেমে-পোজি শহরটি নাইজেরিয়ার সীমান্ত এলাকায় অবস্থিত। শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ওই ডিপোতে আগুন লাগে বলে এক বিবৃতি জানিয়েছে বেনিনের বিচার বিষয়ক মন্ত্রণালয়।

বেনিনির প্রসিকিউট আবদৌবাকি আদম বোংলে জানান, যে ডিপোতে আগুন লেগেছে সেখানে নাইজেরিয়া থেকে চোরাইপথে গ্যাসোলিন আসতো। শনিবার সকালে এমন একটি চালান যখন আনলোড হচ্ছিল, সেসময় ঘটে বিস্ফোরণ এবং তার জেরেই আগুনের সূত্রপাত।

এ ঘটনায় নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে বিবৃতেতে উল্লেখ করেছেন বোংলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাজার এলাকার দোকানে আগুন লেগেছে এবং বিরাট কালো ধোঁয়ার কুন্ডলি উঠছে। অনেক লোকজন নিরাপদ দূরত্বে থেকে দেখছেন সেই আগুন পরিস্থিতি।

তবে এই ভিডিওটি সত্যিই ঘটনাস্থলের কি-না যাচাই করতে পারেনি রয়টার্স।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে