সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই : ড. মহীউদ্দীন খান
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহন করেছে।
কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে। কাজেই সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে একাডেমিক ভবন উন্নয়নসহ নানান মুখী প্রসার ঘটিয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকার।
তিনি সোমবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার নুরুল আজাদ কলেজের নব নির্মিত ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও সরকারের উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নুরুল আজাদ কলেজের সভাপতি ফয়সাল আজাদ রুবেলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, নূরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, সাবেক ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্স মানিক, আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া, ইউপি সদস্য কাউছার প্রধানসহ আরও অনেকে।
এসময় নুরুল আজাদ কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।