কচুয়ায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩; সময়: ৬:১৪ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সদ্য ঘোষিত চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের চাংপুর-শিমুলতলী এলাকায় উপজেলা ছাত্রদলের ব্যানারে পদবঞ্চিত নেতাকর্মীরা ওই কমিটিতে অছাত্র, বিবাহিত ও প্রবাসী দ্বারা গঠিত দাবি করে উক্ত কমিটি বাতিলের দাবি জানান ছাত্রদলের নেতারা।
এসময় বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন (পূর্ব) ছাত্রদল সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক কাজী তানভীর মাহমুদ, বিতারা ইউনিয়ন (পশ্চিম) ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ও পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ প্রমুখ।