কচুয়ায় ইঞ্জিনিয়ার মশফিকুর রহমানের স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩; সময়: ৪:২২ pm |
কচুয়ায় ইঞ্জিনিয়ার মশফিকুর রহমানের স্মরণে দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর ফাজিল মাদ্রাসার সাবেক সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সাবেক জিএম ইঞ্জিনিয়ার একেএম মুশফিকুর রহমান সেলিমের স্মরনে দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাদ্রাসা মিলনায়তনে মরহুমের স্মরনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শীবলু।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জহিরুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আবু বকর নোমানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামছুল আলমসহ আরও অনেকে।

এসময় ডা. ইউসুফ, একেএম সাখাওয়াত হোসেন, ড. ইঞ্জিনিয়ার নাঈম রহমান, আরিফ রহমানসহ মরহুমের আত্মীয়-স্বজন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে