নাটোরে শ্রমিক ফেডারেশন নেতার ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩; সময়: ৬:২৭ অপরাহ্ণ |
নাটোরে শ্রমিক ফেডারেশন নেতার ওপর হামলার ঘটনায় ৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পির ওপর হামলার ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার কারেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কান্দিভিটুয়া এলাকার আসামী শামিমের ছেলে ধ্রুব (২২) শাহ-আলমের ছেলে সজিব(২৩) আব্দুর রহিমের ছেলে ইমন(১৯)। গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পিকে কুপিয়ে জখম করা হয়।

এদিকে শ্রমিক ফেডারেশন ও যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পী ওরফে হাড্ডি বাপ্পির ওপর হামলাকারী সকল আসামীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশন।

শহরের কান্দিভিটুয়াস্থ নাটোর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে নাটোর পৌর যুবলীগের সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক নাজমুল শেখ বাপ্পি (৩২) কে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।

পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নাটোর থানার একটি টিম জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহাননামীয় কান্দিভিটুয়া এলাকার আসামী শামিমের ছেলে দ্রুব(২৮) শাহ-আলমের ছেলে সজিব(২৭) আব্দুর রহিমের ছেলে ইমনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। অন্যান আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে