প্রভাসের বিকৃত মূর্তি দেখে ক্ষোভ ঝাড়লেন বাহুবলী পরিচালক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
প্রভাসের বিকৃত মূর্তি দেখে ক্ষোভ ঝাড়লেন বাহুবলী পরিচালক

পদ্মাটাইমস ডেস্ক : মহীশূরের একটি যাদুঘরে স্থাপিত প্রভাসের এক মোমের মূর্তির ছবি ভাইরাল হয়েছে। সেই মূর্তির ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।

কেননা, সেটি যে প্রভাসের মূর্তি তা বোঝার কোনো উপায় নেই। কেবলমাত্র বাহুবলীর পোশাক দেখেই মূর্তিটির ব্যাপারে কিছুটা আন্দাজ করা যায়। বিষয়টি চোখ এড়ায়নি বাহুবলী পরিচালক শোবু ইয়ারলাগড্ডার।

প্রভাসের এমন বিকৃত মূর্তি দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এদিকে, মূর্তিটি স্থাপনে মহীশূরের ওই জাদুঘর কর্তৃপক্ষ কোনো অনুমতি নেয়নি বলে জানিয়েছেন পরিচালক ইয়ারলাগড্ডা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, এটি আনুষ্ঠানিকভাবে লাইসেন্সপ্রাপ্ত কাজ নয় এবং আমাদের অজান্তে করা হয়েছে।

আমরা এটি সরানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেব। একটি ফ্যান পেজে শেয়ার করা মূর্তিটির ছবির ব্যাপারে এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

অন্যদিকে, মূর্তিটির সমালোচনায় মেতেছেন ভক্তরাও। এক্স-এ কেউ কেউ লিখেছেন, মূর্তির বৈশিষ্ট্যগুলো প্রভাসের থেকে বেশ আলাদা ছিল।

একজন ব্যক্তি লিখেছেন, তিনি দেখতে অনেকটা অভিনেতা রাম চরনের মতো। দ্বিতীয় একজন বলেছেন, বাহুবলী বর্ম ছাড়া, এটি মোটেও প্রভাস নয়! তৃতীয় একজন লিখেছেন, দেখতে ডেভিড ওয়ার্নারের (অস্ট্রেলিয়ান ক্রিকেটার) মতো।

২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী: দ্য বিগিনিং সিনেমা। এরপর ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলী ২ : দ্য কনক্লুশন। বিশ্বব্যাপী ১৭০০ কোটির বেশি টাকা সংগ্রহ করে রেকর্ড করেছিল সিনেমাটি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে