চাঁপাইনবাবগঞ্জে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩; সময়: ১১:৪০ am |
চাঁপাইনবাবগঞ্জে বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ নিয়ে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী জজম আলী বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নসিপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৫-২০ জন ব্যক্তি জজম আলীর বসতবাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় ভাঙচুর করা হয় বাড়িঘরের বিভিন্ন আসবাবপত্র। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় তারা। তবে প্রতিপক্ষ শরিফ আলীর সঙ্গে যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বাইরে আছি। অফিসে গিয়ে পরে জানানো হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে