আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর কোনটি?

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩; সময়: ২:৪৪ অপরাহ্ণ |
আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর কোনটি?

পদ্মাটাইমস ডেস্ক : সিনেমা দেখার সময় অনেক ক্ষেত্রে কিছু শব্দ শুনলে আমাদের মনে আতঙ্ক জাগে। আমাদের বাস্তব জীবনেও কিছু কিছু শব্দ রয়েছে যা শুনলে প্রচণ্ড ভয় লাগে। আবার কিছু ছবি, কিছু সিনেমা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

কিন্তু আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ংকর শব্দ কোনটি? সম্প্রতি বিজ্ঞানীরা নতুন করে তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর শব্দ।

প্রাচীন অ‍্যাজটেকের ডেথ হুইসেল বা মৃত‍্যুর হুইসেলকেই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর শব্দ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। নেটিভ আমেরিকার বাসিন্দারা হলেন অ্যাজটেক।

প্রতিবেদনে বলা হয়, দ্য গুগেনহেইম মিউজিয়াম ফাউন্ডেশনের তথ‍্য অনুযায়ী ১৬০০ শতকের গোড়ার দিকে স্প‍্যানিশ আক্রমণের আগ পর্যন্ত মেক্সিকোর উত্তরে ছিল অ‍্যাজটেকদের বাস।

১৯৯০-এর দশকে মেক্সিকোতে একটি ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়, যা ছিল এই শব্দের অর্থাত্‍ ওই মৃত‍্যু হুইসেলের সংরক্ষিত প্রতিরূপ বা রেপ্লিকা।

তবে, এই ডেথ হুইসেল কিন্তু আসলে একটি মরা মাথার খুলি। এই হুইসেলের ব্লু প্রিন্ট বিজ্ঞানীরা মাথার খুলির মতো দেখতে একটি বস্তু থেকে পান। সেইসঙ্গে ছিল একটি সম্পূর্ণ কঙ্কাল।

এই মরা মাথার খুলিতে ফুঁ দিলে একরকম ভয়ংকর হাড়হিম করা শব্দ তৈরি হয়। খানিকট প্রচণ্ড জোরে আর্তনাদের মতো শোনায় এই শব্দ। এই শব্দকেই পৃথিবীর সবচেয়ে ভয়ংকর শব্দকে বলে চিহ্নিত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে