রাবিতে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
রাবিতে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস: কি ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেজ ২০২৩’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগীতায় আইন বিভাগ কর্তৃক আয়োজিত এই কনফারেন্স আগামী ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ অক্টোবর) আইন বিভাগের ২৪৫ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, আমাদের কনফারেন্সে দেশি বিদেশি ২২টা বিশ্ববিদ্যালয়ের মোট সাড়ে চারশো শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এর মধ্যে ১২১ জন গবেষক আইনের বিভিন্ন বিষয়ের উপরে ৯৩টা গবেষণাপত্র উপস্থাপন করবেন। চারটি ভেন্যুতে প্রথমদিন ৫০টি এবং দ্বিতীয় দিন ৪৩টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।

তিনি বলেন, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত বিচারক এম. এনায়েতুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের-১ এর সভাপতি সম্মানিত বিচারক শাহিনুর ইসলাম।

এছাড়া, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্সের ফাউন্ডিং ডিরেক্টর এবং দ্য ইউনিভার্সিটি অব দ্যা সাউথ প্যাসিফিকের হেড অব ল অধ্যাপক ড. দাউদ হাসান, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেই সভাপতিত্ব করবো।

তিনি আরও বলেন, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর সম্মানিত বিচারক শাহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন রাবি কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শচি চক্রবর্তী এবং রাবি আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান। সমাপনী অনুষ্ঠানেও আমি সভাপতিত্ব করবো।

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল হান্নান বলেন, বাংলাদেশের আইন শিক্ষার ইতিহাসে এতোবড় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বলে আমার জানা নাই।

ভারত, নেপাল, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের গবেষকরা আমাদের কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্সটিকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইন বিভাগের অধ্যাপক ড. আবু নাসের ওয়াহিদ, অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. জুলফিকার আহমেদ, অধ্যাপক ড. আব্দুল আলিম এবং প্রভাষক নূর নুসরাত সুলতানা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে