প্রশাসনে বড় রদবদল

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৩; সময়: ১২:০০ পূর্বাহ্ণ |
প্রশাসনে বড় রদবদল

পদ্মাটাইমস ডেস্ক : প্রশাসনে সাতজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে। চারজন উপসচিবকে ইতঃপূর্বে করা বদলির আদেশ বাতিল করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করা হয়েছে। এছাড়া সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লি­খিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে ওএসডি উপসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে মহাব্যবস্থাপক হিসাবে জীবন বীমা করপোরেশনে, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খানকে সচিব হিসাবে ইসলামী ফাউন্ডেশনে, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকারকে পরিচালক হিসাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পরিচালক মুহাম্মদ আসাদুজ্জামানকে পরিচালক হিসাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত আবু সালেহ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে এবং বেজার ম্যানেজার বিনিতা রানীকে উপসচিব হিসাবে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আব্দুল কাদেরকে ৬ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং পৃথক আদেশে ওএসডি উপসচিব এটিএম আজহারুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব মামুন সরদার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব দীপক কুমার রায়কে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৩ সেপ্টেম্বর করা বদলির আদেশ বাতিল করা হয়েছে।

পৃথক আদেশে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শারমিন আরাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নোয়াখালী বদলি করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগের বিকাশ বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুবায়েত হায়াত শিপলু, জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-প্রধান প্রমথ রঞ্জন ঘটক, বেজার উপব্যবস্থাপক মো. সুহৃদয় সালেহীন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক সারাওয়াত হেজাবীন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক রাখী আহমেদকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে