১০ সাংবা‌দিকের ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যানের তথ্য মিথ্যা

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩; সময়: ২:৪২ অপরাহ্ণ |
১০ সাংবা‌দিকের ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যানের তথ্য মিথ্যা

পদ্মাটাইমস ডেস্ক : বাংলা‌দে‌শি ১০ জ্যেষ্ঠ সাংবা‌দি‌কের ফ্রা‌ন্সের ভিসা প্রত‌্যাখা‌নের তথ‌্য নাকচ ক‌রে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশ‌টির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। তিনি দাবি করেছেন, এটি মিথ‌্যা ও গুজব।

সোমবার (৯ অক্টোবর) আব্দুর রব ভুট্টো নামে এক ব্যক্তি বাংলা‌দে‌শের ১০ সাংবা‌দি‌কের ফ্রা‌ন্সের ভিসা প্রত‌্যাখা‌নের দা‌বি ক‌রে এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রেন।

তার জবা‌বে এক্স অ্যাকাউন্টে এক‌টি পোস্ট ক‌রে ভিসা প্রত‌্যাখা‌নের তথ‌্য নাকচ ক‌রেন ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত। তি‌নি ব‌লেন, জীবনে খেলাধুলা অপরিহার্য। কেউ ফুটবল, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলে। আব্দুর রব ভুট্টোর দৈনন্দিন খেলা হলো `মিথ্যা` এবং `গুজব` ছড়া‌নো।

চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। সম্প্রতি ভিসা নী‌তি আরোপ শুরুর ঘোষণার পর সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বি‌ভিন্ন দে‌শে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ভিসা প্রত‌্যাখান নি‌য়ে নানা মিথ‌্যা ও গুজব ছড়া‌নো হ‌চ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে