স্কুলে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করার নির্দেশ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩; সময়: ৮:৩৯ অপরাহ্ণ |
স্কুলে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করার নির্দেশ

পদ্মাটাইমস ডেস্ক : দেশের মাধ্যমিক ও সমমানের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে একাধিক মাসের টিউশন ফি আদায় না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের টিউশন ফি সেই মাসেই নেওয়ার ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সোমবার এক আদেশে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছে।

আদেশে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের (২০২৩) মাধ্যমিক ও সমমানের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন আগামী নভেম্বরের মধ্যে শেষ হবে। এই অজুহাতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর- এই তিন মাসের টিউশন ফি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রিম আদায়ের নোটিশ দিয়েছে।

এতে অভিভাবকেরা অসহনীয় আর্থিক চাপের মধ্যে পড়বেন। তাই এই তিন মাসের টিউশন ফি অগ্রিম আদায় না করে সংশ্লিষ্ট মাসের ফি সংশ্লিষ্ট মাসেই গ্রহণ করতে বলেছে মন্ত্রণালয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে