মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু হবে যেসব স্টেশন দিয়ে

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ চালু হবে যেসব স্টেশন দিয়ে

পদ্মাটাইমস ডেস্ক : আগামী ২৯ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করার তারিখ নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের পর এই অংশের তিনটি স্টেশন চালু করা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক মঙ্গলবার (১০ অক্টোবর) জানান, উদ্বোধনের পর এই অংশের প্রথমে তিনটি স্টেশন চালু করা হবে।

স্টেশনগুলো হলো ফার্মগেট, সচিবালয়, মতিঝিল। এর তিন মাস পর বাকি ৪টি স্টেশনও যাত্রীসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছানোর বিষয়ে ছিদ্দিক বলেন, উদ্বোধনের নতুন তারিখ সম্পর্কে আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রে জেনেছি আগামী ২৯ অক্টোবর এর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার (৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মেট্রোরেলের এই অংশের উদ্বোধন করবেন।

২০২২ সালেল ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। প্রতি শনিবারে এই সংখ্যা বেড়ে লাখ পার হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে