গাজায় যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল : এরদোগান

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩; সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ |
গাজায় যুদ্ধ নয়, হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল : এরদোগান

পদ্মাটাইমস ডেস্ক : গাজায় যুদ্ধ নয়, ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে) নেতাদের বৈঠকে এসব কথা বলেন এরদোগান।

ইসরায়েলি বাহিনীর তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপ বা বেসামরিক বসতিকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলাকে ন্যায়সঙ্গত বলে মনে করে না তুরস্ক। সব ধরনের লজ্জাজনক পদ্ধতিতে সংঘটিত এই সংঘাত কোনো যুদ্ধ নয়, বরং ম্যাসাকার তথা গণহত্যা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার জবাবে গাজায় অনবরত বোমাবর্ষণ করছে ইসরায়েল। সর্বাত্মক অবরোধ আরোপ করে বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খাবার সরবরাহ। ফলে ভয়ংকর মানবেতর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফিলিস্তিনি এলাকাটিতে।

এসময় গাজায় ইসরায়েলের অসমতুল্য আক্রমণকে নৈতিকতা বর্জিত উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন এরদোয়ান এবং বিশ্বকে অন্ধভাবে এক পক্ষ না নেয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে তুর্কি প্রেসিডেন্ট বরাবরই সোচ্চার ভূমিকা নিয়েছেন। গত ৭ অক্টোবর লড়াই শুরুর পর সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান এরদোগান। উত্তেজনা বৃদ্ধি পরিহার করে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের যুক্তিসঙ্গতভাবে কাজ করতে আহ্বান জানিয়েছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে