হামলার ভিডিও দেখে ‘আঁতকে’ উঠলেন ন্যাটোর মন্ত্রীরা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ১০:২১ পূর্বাহ্ণ |
হামলার ভিডিও দেখে ‘আঁতকে’ উঠলেন ন্যাটোর মন্ত্রীরা

পদ্মাটাইমস ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে বৈঠকে বসেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা। এতে হামলার একটি ভিডিও দেখিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যাল্টান্ট। আর তাতেই আতকে ওঠেন এ জোটভুক্তমন্ত্রীরা। খবর রয়টার্স।

কূটনৈতিক সূত্র বলছে, গ্যাল্টান্ট ওই বৈঠকে ইসরায়েলের বেসামরিক লোকদের একটি ভিডিও শেয়ার করেন। আর তা দেখে মন্ত্রীরা শক হয়ে যান। ভিডিওটিতে ভয়ংকর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ন্যাটোর ওই বৈঠেকটি এক ঘণ্টা স্থায়ী ছিল। সেখানে যোগ দিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের হামলার বিষয়ে তাদের অবহিত করেন। এসময় তিনি তাদের একটি ভিডিও দেখান।

পশ্চিমা কূটনৈতিক সূত্র বলেছে, ইসরায়েলের ওই মন্ত্রীর দেখানো ভিডিওটি ভয়ানক ছিল। এ ভিডিওতে যুদ্ধের বাস্তবিক চিত্র তুলে ধরা হয়েছে। অপর একজন বলছে, তার দেখানো ভিডিওটি আসলেই ভয়াবহ ছিল। যদিও মন্ত্রীর শেয়ার করা ভিডিওটি সত্য না কি এডিট করে বানানো তা নিশ্চিত নয়।

এদিকে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিথ্যা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে। সংবাদমাধ্যম তাদের প্রদিবেদনে ভুলভাবে ছড়ানো এসব ভিডিওর বেশ কয়েকটি চিহ্নিতও করেছে।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামীকাল শুক্রবার এ বৈঠক ডাকা হয়েছে। সংস্থার বর্তমান সভাপতি দেশ ব্রাজিল এ বৈঠক ডেকেছে।

এর আগে ফিলিস্তিনের ইসরায়েলে হামলার পরের দিন রোববার জরুরি বৈঠক ডেকেছিল ব্রাজিল। ওই বৈঠকে ফিলিস্তিন পলিসিতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েন নিরাপত্তা পরিষদের সদস্যরা।

এরপর গত বুধবার দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এ যুদ্ধে বেসামরিক লোক বিশেষ করে শিশুদের ব্যাপারে সুরক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বলেন, বিশ্বের কোথাও শিশুদের কখনই জিম্মি করা উচিত না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে