ইসরায়েলে নিখোঁজ ১৭ নাগরিককে ফিরিয়ে আনতে চেষ্টা করছে ফ্রান্স

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ১০:৫৯ পূর্বাহ্ণ |
ইসরায়েলে নিখোঁজ ১৭ নাগরিককে ফিরিয়ে আনতে চেষ্টা করছে ফ্রান্স

পদ্মাটাইমস ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে নিখোঁজ ১৭ ফরাসি নাগরিককে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

হামলায় আরও ১৩ ফরাসি নাগরিক নিহত হয়েছেন। ম্যাক্রোঁ হামাসকে ইসরায়েলের প্রতি ‘অন্ধ ঘৃণার হত্যাকাণ্ড’ বলে অভিযুক্ত করেছেন।

একইসঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেছেন। ফ্রান্সের জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন, যারা ইসরায়েলের জনগণের মৃত্যু চায়।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফরাসি সন্ত্রাসবিরোধী প্রসিকিউটররা বলেন, তারা ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় সন্ত্রাসবাদের তদন্ত শুরু করছে। এদিকে ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এর পরিবর্তে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে