পূজায় আর মিলবে না বাংলাদেশের ইলিশ!

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
পূজায় আর মিলবে না বাংলাদেশের ইলিশ!

পদ্মাটাইমস ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় বাঙালির রসনাতৃপ্তির কথা মাথায় রেখে বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল কলকাতার ব্যবসায়ীরা। তবে ৩০ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৯৫০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় বাংলাদেশ।

এবার গত বৃহস্পতিবার থেকে টানা ২২ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ।

এর ফলে এবারের পূজায় আর মিলবে না বাংলাদেশের ইলিশ। বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে নভেম্বরের শেষ পর্যন্ত ইলিশ ব্যবসার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন কলকাতার ব্যবসায়ীরা। তবে তাতে সাড়া দেয়নি বাংলাদেশ।

মৎস অধিদপ্তর জানিয়েছে, গত বছরও এই অভিযান করা হয়েছিল। এতে সাফল্য এসেছিল। এই ২২ দিনে গতবার ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছিল।

তাই এবারও ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ২২ দিন মৎস্যজীবীদের ভাতা দেবে বাংলাদেশ সরকার।

২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎপরতায় আবারো ইলিশ রপ্তানি শুরু করে বাংলাদেশ।

মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশ সরকারকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। মূলত চাহিদার তুলনায় এ বছর ইলিশ কম থাকায় দাম বেড়েছে।

গত বছর বাংলাদেশ থেকে আমদানি করা ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। ১ কেজি ওজনের দাম ছিল ৯০০-১০০০ টাকা। আর এই বছর দাম যথাক্রমে ১১০০ থেকে ১৩৬০ টাকা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে