দেশের কল্যাণে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
দেশের কল্যাণে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন : শিক্ষামন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার।

শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। চাঁদপুর প্রেসক্লাব এ সমাবেশের আয়োজন করে।

ডা. দীপু মনি বলেন, দেশের সব ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। আগামীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। সামনে যে নির্বাচন, সে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার।

সাংবাদিকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কাজ করেছেন। বর্তমানে তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশকিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ হবে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। সবার ওপর হচ্ছে আল্লাহর আইন। সাংবাদিক একটি জাতিকে রক্ষা করে।

সমাবেশে উদ্বোধকের বক্তব্য দেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য (এমপি) মেজর (অবসরপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীর উত্তম।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক শাহাবুদ্দিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে