ঘর ছাড়ছেন গাজাবাসী

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৩; সময়: ১০:০৪ অপরাহ্ণ |
ঘর ছাড়ছেন গাজাবাসী

পদ্মাটাইমস ডেস্ক : হামাসের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে সরে যেতে বলেছে ইসরায়েল। এমনকি আকাশ থেকে ফেলা হচ্ছে লিফলেটও। এমন ঘোষণার পর শুক্রবার ঘর ছেড়ে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে যেতে দেখা যায় হাজারো ফিলিস্তিনিকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, শত শত গাড়ি, মোটরসাইকেল ও ট্রাকে করে অনেকে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছেন। এসব যানে নিজেদের ঘরের বিভিন্ন জিনিস রয়েছে। এ ছাড়া অনেকে যাচ্ছেন পায়ে হেঁটে। গরু, উট, ভেড়া ও গাধা নিয়ে যাচ্ছেন কেউ কেউ।

গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দা রয়েছেন বলে জানা যায়। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে এখান থেকে সবাইকে সরে যেতে বলা হয়েছে। তবে ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বাসেম নাইম বলেন, ‘আমাদের কাছে দুটি অপশন আছে। একটি হলো দখলদারদের হারানো। আরেকটি হলো বাড়িতে থেকে মারা যাওয়া। ১৯৪৮ সালের মতো আমরা আরেকটি নাকবা (বিপর্যয় দিবস) হতে দেব না।’

১৯৪৮ সালের ১৫ মে প্রায় সাত লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়েছিল। এই দিনটিকে ফিলিস্তিনিরা নাকবা দিবস হিসেবে পালন করে। এবার দ্বিতীয় নাকবা শুরু হয়েছে বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে বাড়ি ছেড়ে অন্যত্র যেতে দেখা গেছে শত শত পরিবারকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে