ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩; সময়: ১:৪১ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চায় বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকার সঙ্গে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

সোমবার (১৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের নবনিযুক্ত রাষ্ট্রদূত নোয়েন মান কং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাক্ষাতে এলে তিনি এ সহযোগিতা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সমস্যা সমাধানে সহযোগিতা এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশে সমর্থন করার বিষয়টি উঠে আসে।

পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ ত্বরান্বিত করার জন্য ঢাকা ও হ্যানয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনা তুলে ধরেন। তিনি এ ব্যাপারে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

উভয়পক্ষ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যার মধ্যে ভিভিআইপি সফর, বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদান, অদূর ভবিষ্যতে জয়েন্ট ট্রেড কমিশন (জেটিসি) এবং ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আয়োজন রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে