বিএনপির ১১ নেতার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ২:০৯ অপরাহ্ণ |
বিএনপির ১১ নেতার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। এছাড়া, সাবেক ভূমি উপমন্ত্রী দুলু নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ৩টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রাজধানীর বাড্ডা থানার নাশকতার মামলায় তাদের গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। এসময় তাদের রাখা হয় আদালতের হাজতখানায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন দুলু সকল মামলা থেকে জামিনে আছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে