দীর্ঘ সময় বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩; সময়: ৪:৩২ pm |
দীর্ঘ সময় বন্ধ থাকার পর নওগাঁয় বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : প্রায় ৩৩ঘন্টা বন্ধ থাকার নওগাঁ ঢাকা-রাজশাহীসহ আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বুধবার(১৮ অক্টোবর) বিকাল ৩টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। নওগাঁ জেলা মটর মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সভাপতি শহিদুল ইসলাম জানান- দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে সিএনিজি মালিক গ্রুপ ও বাস মালিক গ্রুপের প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত আসে বাস ধর্মঘট প্রত্যাহার করার।

পুলিশ সুপারের আশ্বাসে পুর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সিএনজি অটো-রিক্সা গুলো সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কে যাত্রী পরিবহন করতে পারবে না।

এমন আশ্বাসের ফলে বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক আছে বলে জানান জেলা মটর মালিক গ্রুপের এই সভাপতি ।

অপরদিকে নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন জানান- দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক এর পর এমন সিদ্ধান্ত আসে।

তবে শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনায় তারা বিচার চেয়েছেন। এছাড়া পরবর্তীতে তাদের কোন ড্রাইভার বা শ্রমিককে যেন লাঞ্চিত হতে না সে বিষয়ে সতর্ক করে দেন তিনি।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন – জেলায় বাস ও সিএনজি অটো-রিক্সা দ্বন্দ দীর্ঘ দিনের। তবে বর্তমানে একটি সঠিক সমাধানে এসেছেন তারা।

দুই পক্ষের দাবি দাওয়া মেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে বর্তমানে। তবে মারপিট বা ভাংচুরের ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে