সুজানগরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ৩:৩৭ pm |
সুজানগরে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর-পাবনা প্রায় ২২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সংস্কার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এ সংস্কার কাজের শুক্রবার উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

এসময় পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌর মেয়র রেজাউল করিম রেজা,পাবনা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহজাহান আলী খান, সাইদুর রহমান,রাজা হাসান, মাহমুদুজ্জামান মানিক, ইউনুস আলী বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে