রাণীনগরে ২ মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩; সময়: ৭:৩২ pm |
রাণীনগরে ২ মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মূখোমুখি সংর্ঘষে রাজু আহম্মেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

এসময় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার বেলা ১১টার দিকে আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত রাজু উপজেলার নারায়নপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাজু আহম্মেদ মোটরসাইকেল নিয়ে নাগরকান্দি অভিমুখে যাচ্ছিল। এসময় রাস্তার বটতলা নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংর্ঘষ বাঁধে।

এতে রাজুসহ তিনজন গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে রাজুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

তাকে রাজশাহী হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকি’সক মৃত্যু ঘোষনা করেন। তবে আহত অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে