ধামইরহাটে সন্ধানী লাইফ ইন্সুরেন্সের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে জীবন বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র আমাইতাড়া মোড়স্থ ধামইরহাট শাখা কাযালয়ে এজিএম (উন্নয়ন) ও শাখা ইনচার্জ শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রংপুর-রাজশাহী বিভাগীয় প্রধান মোস্তফা আল কামাল।
এসময় নওগাঁ মডেল শাখা ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার সাব্বির আহম্মেদ। প্রধান অতিথি মোস্তফা আল কামাল বলেন, ‘সম্পদ মানুষকে সম্মানিত করে, আর দারিদ্র মানুষকে ঘৃণিত জীবন উপহার দেয়, তাই আপনার সম্পদ ও আপনার পরিবারের আর্থিক সুরক্ষায় সর্বোচ্চ লভ্যাংশ প্রদানকারী সন্ধানী লাইফ ইন্সুরেন্সে একটি পলিসি গ্রহণ করে অর্থ সঞ্চয় করুন, নিজের পরিবারের ও ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।’
প্রধান অতিথির বাস্তবমূখী মোটিভেশনে উদ্বুদ্ধ হয়ে নতুন গ্রাহক আবুল কালাম ১৫ লক্ষ, কামরুজ্জামান ও প্রভাষক শাহিনুর রহমান ১০ লক্ষ, শেলী হেম্ব্রম ৫ লক্ষ, জেসমিন আকতার ৫ লক্ষসহ মোট ২০ জন গ্রাহক বিভিন্ন অংকের পলিসি গ্রহণ করেন
সম্মেলন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের এফ.এ আতিয়ার রহমান, শহিদুল ইসলাম সবুজ, আবু মুছা স্বপন, গোলাম রব্বানী প্রমুখসহ প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।