সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩; সময়: ৬:৩০ pm |
সোনামসজিদ স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচদিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়। এতে বলা হয়, পূজা উপলক্ষে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বন্দরের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি রপ্তানী কার্যক্রম চলবে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত জন্য ইমিগ্রেশন খোলা থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে