কুষ্টিয়াতে ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩; সময়: ১১:০৫ am |
কুষ্টিয়াতে ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মানদীতে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে প্রায় তিন কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালুয়া বাজার এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত। এসময় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের নাদের মন্ডলের ছেলে আব্দুর রশিদ (২৯) এবং পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের কাশেম প্রামাণিকের ছেলে বাদশা প্রামাণিক (৩০) ও আশরাফ প্রামাণিক (২৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত জানান, আইন অমান্য করে পদ্মানদীতে ইলিশ ধরায় মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেককে ৫ হাজার করে তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা সরবরাহ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে