বড়াইগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩; সময়: ৩:২৩ অপরাহ্ণ |
বড়াইগ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে মামাতো-ফুপাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বোরবার সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু আনাফ হোসেন (৩) ওই গ্রামের সোহেল রানার একমাত্র ছেলে। আর হুমায়রা জাহান (৩) পাবনার ফরিদপুর উপজেলার থানাপাড়া এলাকার একরামুল আলম নয়নের মেয়ে।

তারা উভয়েই চৌমুহান গ্রামের মিজানুর রহমানের নাতী-নাতনী।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পরিবারের বরাত দিয়ে জানান, গত ১৫ দিন আগে মিজানুরের মেয়ে মারিয়াম খাতুন একমাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এখানে হুমায়রার সহপাঠি মামাতো ভাই আনাফের সাথে খেলেই দিন কাটে।

প্রতিদিনের মতো রোববার সকালেও তারা খেলতে বের হয়। অনেকক্ষণ তাদেরকে না পেয়ে খোঁজা-খুঁজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন ডোবায় ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপমৃত্যুর মামলা এবং কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে