সরকারি এসএএও কোয়ার্টারে আ.লীগের দলীয় কার্যালয়ে সীলগালা
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে কৃষি অধিদপ্তরের এসএএও সরকারি কোয়ার্টারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বদলগাছী উপজেলার বালুভরা ইউপির খলসি বাজার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী অফিসের এসএএও সরকারি ওই কোয়ার্টারটি ঐ ইউনিয়নের ব্লক সুপারভাইজার ও বর্তমানে উপ-সহকারী কৃষি অফিসারের জন্য বরাদ্দ ছিল।
কিন্তু সেই কোয়ার্টারটি কয়েকদিন আগে দখল করে বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসাবে উদ্বোধন হয়েছে। এই অভিযোগে ভিত্তিত্বে গত ২১ অক্টোবর জাতীয় দৈনিক সংবাদ পত্রিকার অনলাইন ও ২২ অক্টোবার দৈনিক সংবাদ এর ৫ পৃষ্ঠায় সরকারি এসএএও কোয়ার্টারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শিরোনামে একটি নিউজ প্রকাশের পর তা নজরে আসে প্রশাসনের ।
এবং ২২ অক্টোবর উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঐ এসএএও কোয়ার্টারের দরজায় তালা মেরে সীলগালা করে দিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি এসএএও কোয়ার্টারের যে ভবনে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়টির উদ্বোধন করেছিলেন সেই ভবনের দরজায় তালা মেরে সীলগালা করে দেওয়া আছে।
বিষয়টি জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, রোববার সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসারসহ অফিসের আরও কর্মকর্তারা এখানে আসেন এবং ঐ ভবনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি দেখতে পেয়ে সংগে সংগে ঐ কার্যালয়ের মুল গেটে তালা মেরে সীলগালা করে দেন।
জানা যায়, গত ৫অক্টোবর বিকেলে ৮নং বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী এই দলীয় কার্যালয়টি উদ্বোধন করার কথা ছিলো বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের । ব্যানারেও এমপির নাম লেখা ছিলো।
কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে না পারায় বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু অফিসটির উদ্বোধন করেছিলেন।
দেখা যায়, কোয়ার্টারটির সামনে টাঙানো আছে কৃষি অফিসের সাইনবোর্ড। আর তালাবদ্ধ রয়েছে পরিত্যক্ত ভবনটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনেকে রেখে।
কোয়ার্টারটি নির্বাচনের অজুহাত দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বলে একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা বলেছিলেন। এ বিষয়টি জানার পর সংশ্লিষ্ট অফিস কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বলে এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহানের সাথে কথা বললে তিনি বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসলে সরেজমিনে আমিসহ আমার অফিসের আরো কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পেয়ে ভবনটির গেটে তালা মেরে সীলগালা করে দিয়েছি।