বদলগাছীতে ৩ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
বদলগাছীতে ৩ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানিক (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৯ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড় টায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে অভিযুক্তের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত মানিক বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ি গ্রামের মৃত. মজিবরের ছেলে। ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মা ঢাকায় চাকুরী করেন। এই সুবাদে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নে দুধকুড়ি গ্রামে নানীর বাড়িতে বসবাস করতেন ঐ শিশুটি। ১৯ শে অক্টোবর পাশের বাড়িতে মানিকের মেয়ে আয়াতের সাথে খেলাধুলা করার জন্য শিশুটি গেলে আয়াতের বাবা অভিযুক্ত মানিক সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন ২০শে অক্টোবর সকালে শিশুটির প্রস্রাব করতে সমস্যা হলে বিষয়টি শিশুটি তার নানীকে বিষয়টি জানান। এবং শিশুটিকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিশুর নানী বাদী হয়ে ২১শে অক্টোবর (শনিবার) রাতে থানায় একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করেন । মামলার পর অভিযুক্ত মানিককে গ্রেফতার করে বদলগাছী থানা পুলিশ।

শিশুটির নানী বলেন, আমার নাতনীর প্রস্রাবের সম্যসা হলে সে আমাকে বলে আয়াতের বাড়িতে আয়াতের বাবা আমাকে এসব করেছে। আমি বিষয়টি জানার পর গ্রামের মাতব্বরকে সব খুলে বলি তখন আমার পরিবার ও গ্রামবাসীরা আমাকে থানায় মামলার পরামর্শ দেই। আমি বাদী হয়ে থানায় শিশু ধর্ষণ মামলা করেছি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং ঐ হাসপাতালে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে দুপুরের পর নওগাঁ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে