শিবগঞ্জে ইঁদুর নিধন অভিযান পালন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩; সময়: ৬:৫১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ইঁদুর নিধন অভিযান পালন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক। এ সময় তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়তে সকলকে নিষ্ঠার সাথে যার যার দায়িত্ব পালন করতে হবে।

ইঁদুর নিধনের পাশাপাশি খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারের দেওয়া পদক্ষেপগুলোকে গুরুত্ব দিতে হবে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আজম আলী ও রিয়াজ আলীসহ অন্যরা। পরে সচেতনতার সৃষ্টির লক্ষে ইঁদুর নিধন অভিযান কার্যক্রম প্রদর্শিত করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে