বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল চালকের

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩; সময়: ২:০৬ pm |
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : পুঁজায় ঘুরে বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল দুই বন্ধু। বাড়ি ফেরার আগেই তাদের মধ্যে চালক গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারায়। রোববার রাত ১১ টার দিকে উপজেলার আদগ্রাম বারইপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অপর বন্ধু। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশাঙ্কা জনক বলেন জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত জাহিদুল ইসলাম (৩২) উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল গ্রামের বাসিন্দা এবং জোনাইল বাজারের প্রসাধনী ব্যবসায়ী। এসময় আহত হয়েছে তার বন্ধু সাদেকুল ইসলাম (৪০)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, রাতে জাহিদুল ইসলাম ও সাদেকুল ইসলাম পূজার আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরতে বের হয়েছিল।

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে জোনাইল বাজার থেকে আদগ্রাম বারইপাড়া মন্দিরে যাওয়ার পথে সড়কের পাশের গাছে সাথে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা এবং সাদেকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে