পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩; সময়: ১:১৭ অপরাহ্ণ |
পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী সবুজের বিভিন্ন মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পাবনা-২ আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান।

পরিদর্শনকালে এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাজু, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাশু, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর খলিফা, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য এবং পাবনা-২ আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে।

আমাদের সংবিধানেও সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জাতি-বর্ণ-ধর্ম-গোষ্ঠি নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশে সুশাসন ও উন্নয়ন বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে