নাটোরে মন্ডপে মন্ডপে সিঁদুর উৎসব
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে পূজা-অর্চনা, অঞ্জলী, দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলা ও বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ হয়।
মঙ্গলবার সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এর পর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী সিঁদুর খেলার মাধ্যমে বিসন্ন মনে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়।
জানানো হয় আগামী বছরে আবার আসার আহবান। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেন মা দুর্গা। ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা আর পূজারি ও ভক্তদের পূজা-অর্চনায় কেবলই মা দুর্গার বিদায়ের আয়োজন।
অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন দুর্গা প্রতিমাকে। এরই মধ্য দিয়ে ভাঙবে পাঁচ দিনের মিলন মেলা। সকল প্রকার বিশৃংখলা ছাড়াই এবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি।
দশমীবিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। মাকে বিদায় দিয়ে বিষন্ন মনে ঘরে ফিরবে সবাই। মিলিত হবেন আত্মীয় স্বজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য।
নাটোরের সব পূজামন্ডপে দুর্গা প্রতিমার বিদায়ের আয়োজনে বিষাদের ছায়া নেমে এলেও আনন্দ উল্লাসের কমতি ছিলনা হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুদের মাঝে। মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী গৃহবধুরা মেতে ওঠেন সিঁদুর খেলায়।
সকাল থেকেই নারীরা নতুন পোশাক পড়ে সুন্দর করে সেজে সিঁদুরের ডালি নিয়ে মন্ডপে গিয়ে জড়ো হন। গানে গানে নেচে গেয়ে একে অপরকে সিঁদুর পড়িয়ে দেন।
কেউ কেউ জৈষ্ঠদের সম্মান জানিয়ে তাদের প্রনাম করেন । প্রতিটি মন্ডপেই ছিল এমন উল্লাস। সিঁদুর উৎসব শেষে বিষাদ মনে সবাই ফিরে যান নিজ নিজ বাড়িতে।