সিরাজগঞ্জে অবৈধভাবে মা ইলিশ ধরায় ২৫ জেলের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩; সময়: ২:১৬ pm |
সিরাজগঞ্জে অবৈধভাবে মা ইলিশ ধরায় ২৫ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় ২৫ অসাধু জেলেকে ভ্রাম্যমান আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো চৌহালীর খাস পুকুরিয়ার আসাদ আলী (২২), আবুল খায়ের (৬৫), নুর মোহাম্মদ (৬০), দত্তকান্দির হাফেজ ইব্রাহিম (৩৪), চর সলিমাবাদের মারুফ সরদার (৩৫), ঘোরজানের শুকুর চাঁদ (২৫), টাঙ্গাইল সদরের আহম্মদ আলী (৩৩), মোকরম আলী (২২), জাহাঙ্গীর সরকার (২০), রমজান আলী (২০), নাগরপুরের নিশ্চিন্তপুরের আব্দুল মজিদ (৫০), মিজানুর রহমান (২৮), মানিকগঞ্জের কাঁঠালতলীর আবু সাইদ (৫৫), লালপুরের ছাকিবুল হাসান (২০), দৌলতপুরের মজিবর রহমান (২৮) এবং বাকিরা বেলকুচির অভিযানে আটককৃত।

তখন মাছ ধরায় আটক ১ লাখ ৩৫ হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

গত মঙ্গলবার রাতভর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া সুলতানা কেয়া এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, পুলিশ ও আনসার বাহিনী সদস্যবৃন্দ অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে