ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ২:৫৩ অপরাহ্ণ |
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার মালঞ্চি রেলস্টেশনের অদূরে বড়পুকুরিয়া ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন ওই এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে